প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ পড়তে বের হলে মাহবুবের ওপর মোটরসাইকেলে আসা তিনজন হামলা চালায়। তাদের মধ্যে একজন হেলমেট পরিহিত ছিল, বাকিদের মাথায় হেলমেট ছিল না। দুর্বৃত্তরা গুলি করার পর রগ কেটে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাহবুবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তবে কুয়েট-সংক্রান্ত এক ঘটনায় দলে বিশৃঙ্খলার অভিযোগে কিছুদিন আগে তাকে বহিষ্কার করা হয়েছিল।