আজ (শনিবার, ১২ জুলাই) দুপুরে চাষাড়া শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এই সময় বিক্ষোভকারীরা বিএনপি ও চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন:
বিক্ষোভ মিছিলের আগে চাষাড়া শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়ক নীরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মাহফুজ খানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সকল চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন।