রাজশাহীতে বেড়েছে শাকসবজি-মাছের দাম

কাঁচাবাজার
কাঁচাবাজার | ছবি: এখন টিভি
0

বৃষ্টির দিনে রাজশাহীর বাজারে বেড়েছে শাকসবজি ও মাছের দাম। সরবরাহ কমে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দর বেড়েছে বাজারে। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) রাজশাহীর খড়খড়ী পাইকারি বাজারে চাহিদার তুলনায় সবজির আমদানি কম।

বিক্রেতারা বলছেন, মাসজুড়ে প্রতিদিন বৃষ্টি থাকায় ফসলের ফুল-ফল নষ্ট হয়ে উৎপাদন কমছে। পাশাপাশি ঢাকা-সিলেটসহ বাইরের ক্রেতা বেশি থাকায় দাম বাড়তি।

গেল সপ্তাহে কচু ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি হলেও আজকের বাজার প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০ টাকায়। পটল ১৬ টাকা থেকে বেড়ে হয়েছ ২৮ টাকা, করোলা কাকরোল কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এছাড়া ফুলকপি ৮৫ টাকা, বেগুন ৬০ টাকা ঝিঙ্গা ৪০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

একই অবস্থা মাছের বাজারেও। বর্ষায় পুকুরে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেরা মাছ ধরেছে কম। মাছের বাড়ন্ত এ সময়ে সরবরাহ কমে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। প্রতিকেজি রুই ৩৪০ টাকা, কাতলা ৪৮০ টাকা মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং সিলভারকাপ বিক্রি হয়েছে ২৮০ টাকায়।

বাজারে দামদর স্থিতিশীল হতে ও সরবরাহ বাড়তে প্রায় এক মাসের মতো সময় লাগবে বলছে পাইকার ও আড়ৎদাররা।

এসএস