নিহতরা হলেন—রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১), ও মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকায় রাংলাই চেয়ারম্যানপাড়ায় বৃষ্টির মধ্যে হঠাৎ করে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এর পরপরই ছড়িয়ে থাকা বিদ্যুৎলাইনে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। পরে স্থানীয়রা একজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান, তবে বাকি দুজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
এ বিষয়ে বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কয়েকজন তারে জড়িয়ে যান। এতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নারী মারা গেছেন। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’