নাটোরে জমি বিরোধে গরম পানিতে ঝলসানো নারীকে সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচে ভর্তি

গৃহবধূ শাহনাজকে নেয়া হচ্ছে সিএমএইচে
গৃহবধূ শাহনাজকে নেয়া হচ্ছে সিএমএইচে | ছবি: এখন টিভি
1

নাটোরে জমি নিয়ে বিরোধে গরম পানিতে ঝলসে দেয়া শাহানাজ নামে এক নারীকে সেনাপ্রধানের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) দুপুরে বগুড়া সিএমএইচের একটি মেডিকেল টিম নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামে গিয়ে বাড়িতে চিকিৎসাধীন গুরুতর ঝলসে যাওয়া গৃহবধূ শাহনাজকে বগুড়ায় নিয়ে যায়।

জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২৬ জুন নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামের শাহনাজ ও হালিমা নামে দুই নারীকে গুঁড়া মরিচ মিশ্রিত গরম পানিতে ঝলসে দেয় প্রতিবেশি সুলতান, সাইফুল, লালচাঁনসহ তার পরিবারের সদস্যরা।

পরে সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করে সেনা কর্মকর্তারা। এসময় অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী। কিন্তু ঘটনার পর থেকে ঝলসে যাওয়া গৃহবধূ শাহানাজ বেগমের চিকিৎসার জন্য পরিবার ২ লাখ ৮০ হাজার টাকা খরচ করলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি শাহানাজ বেগম।

আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষে উন্নত চিকিৎসার জন্য খরচ বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরে নির্যাতিত পরিবারের কথা শুনে সেনাপ্রধান গুরুতর আহত শাহনাজকে সিএমএইচে চিকিৎসার নির্দেশ দেন।

সেজু