ভাবির ওপর ক্ষোভেই ট্রিপল মার্ডার: পুলিশ

গ্রেপ্তার হওয়া নিহত গৃহবধূর দেবর নজরুল ইসলাম
গ্রেপ্তার হওয়া নিহত গৃহবধূর দেবর নজরুল ইসলাম | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নিহত নারীর দেবর নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাবির প্রতি ক্ষোভ থেকেই ওই নারীর দুই শিশু সন্তানসহ তিনজনকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ভালুকায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, গত রোববার (১৩ জুলাই) রাতে ভালুকা উপজেলার টিএন্ডটি রোডের একটি বাসায় গৃহবধূ ময়না বেগম, তার সাত বছরের মেয়ে রাইসা জান্নাত ও দুই বছরের ছেলে নিরবকে গলাকেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন নিহত ময়নার দেবর নজরুল।

নিহত গৃহবধূর স্বামী রফিকুল ইসলাম জানান, পোশাক শ্রমিক হিসেবে কাজের কারণে রোববার রাতে নাইট শিফটে ছিলেন তিনি। সকালে বাসায় ফিরে বাইরে থেকে দরজায় তালা দেখতে পান। তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর স্ত্রীর ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান তিনি।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, পিবিআই, র‍্যাব ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট। নজরুলের কক্ষে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় রক্তমাখা দা ও রক্তমাখা পোশাক।

পুলিশ জানিয়েছে, নজরুল ইসলাম আরও একটি হত্যা মামলারও আসামি।

এনএইচ