নরসিংদীর চরাঞ্চলে দুই গ্রামের সংঘর্ষে নারী নিহত

নিহতের স্বজনের আহাজারি
নিহতের স্বজনের আহাজারি | ছবি: এখন টিভি
0

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ (সোমবার, ২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনদের দাবি, সংঘর্ষের সময় গুলির আঘাতে মারা যান মোমেনা খাতুন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বা তারা কোন পক্ষের, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সায়দাবাদ ও বালুরচর গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে ভোরে বালুরচরের একদল লোক সায়দাবাদে অতর্কিত হামলা চালায়। তখনই প্রাণ হারান মোমেনা খাতুন।

নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার জানান, সকালে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এনএইচ