চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ
ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের চকবাজার থানা এলাকায় ছাত্রশিবির ও ছাত্রদল-যুবদলের মধ্যে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ আছেন। গতকাল (সোমবার, ২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকদিন আগে যুবদলের কয়েকজন নেতা চাঁদাবাজির চেষ্টা করলে মহসিন কলেজ শাখার শিবির নেতা আরিফ ও তার সহকর্মীরা তাদের ধরে পুলিশে দেয়। এর প্রতিশোধ নিতে সোমবার রাতে আরিফকে একা পেয়ে থানায় তুলে নেয় ছাত্রদল ও যুবদলের নেতারা। খবর পেয়ে শিবিরের নেতাকর্মীরা তাকে ছাড়াতে গেলে ছাত্রদল-যুবদলের সদস্যরা অস্ত্র নিয়ে ওঁৎ পেতে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন শিবিরকর্মী আহত হন।

অন্যদিকে ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগের একজনকে পুলিশে দেয়া হয়। তাকে ছাড়াতে গিয়ে শিবিরকর্মীদের হামলার শিকার হন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির রাতে বলেন, ‘প্রায় দুই ঘণ্টার হামলা-পাল্টা হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এনএইচ