ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিচারহীনতা, অবহেলা, দমননীতির প্রতিবাদ সহ ৬ দফা দাবি আদায়ে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) বেলা ১২ টার দিকে শহরের ইলিয়ট ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অবহেলা, দমননীতি মেনে নেবে না দেশের ছাত্রসমাজ। অবিলম্বে শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের সিনিয়র মুখ্য সমন্বয়ক সেজান সরদার, মেহেদী হাসান প্রমুখ।