চুয়াডাঙ্গার কুড়ালগাছি গ্রামের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে মাহিয়া রাজধানীর উত্তরা ১৮ নম্বরে মায়ের সঙ্গে বসবাস করতো। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর দগ্ধ হয় মাহিয়া। পরিবারের সদস্যরা জানান, তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল (বৃহস্পতিবার, ২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পর রাতে তার মরদেহ নেয়া হয় চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছি গ্রামে নিজ বাড়িতে। পরে শুক্রবার সকালে দাফনের উদ্দেশে নেয়া হয় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে, যেখানে তার নানাবাড়ি অবস্থিত। সেখানে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজন, প্রতিবেশি ও সহপাঠীরা।