শ্রীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সিরামিক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
সিরামিক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের শ্রীপুরে বেতন ভাতা বাড়ানোসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা। আজ (রোববার, ২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

এতে মহাসড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৮টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, ইনক্রিমেন্টসহ ১০ দফা দাবিতে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সুযোগে কিছু বহিরাগত লোকজন মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকদের আড়ালে থাকা বহিরাগতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

পরে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়। সকাল ৮টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার সামনে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে।

এএইচ