ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ধর্মঘটে বন্ধ অটোরিকশা চলাচল
ধর্মঘটে বন্ধ অটোরিকশা চলাচল | ছবি: এখন টিভি
0

পুলিশি হয়রানি বন্ধ ও জেলার সর্বত্র চলাচলের অনুমতি প্রদানসহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন সিএনজিচালিত অটো রিকশাচালক ও মালিকরা। আজ (রোববার, ২৭ জুলাই) সকাল ৬টা থেকে সারা জেলায় সিএনজিচালিত অটো রিকশামালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এর আগে গতকাল (শনিবার, ২৬ জুলাই) জেলা সিএনজিচালিত অটো রিকশা পরিবহন মালিক সমিতির জরুরি বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়। সংগঠনটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়, সড়কে ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত চালকদের হয়রানি করছে, অটোরিকশা আটক করে তা ছাড়াতে মোটা অঙ্কের ঘুষ দাবি করছে। বৈঠকে আরও দাবি করা হয়, বর্তমানে শতাধিক অটোরিকশা পুলিশ জব্দ করে রেখেছে। এসব ঘটনার প্রতিবাদে এবং জব্দকৃত যানবাহন অবমুক্তকরণসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

ধর্মঘটের কারণে আজ সকাল থেকে জেলার বিভিন্ন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। চালক ও মালিকরা স্ট্যান্ডে বসে ধর্মঘট পালন করছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এ সুযোগে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল করিম বলেন, ‘কোনো কারণ ছাড়াই ট্রাফিক পুলিশ অটো রিকশাচালকদের হয়রানি করছে। গাড়ি আটক করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। দীর্ঘদিন ধরে অটোরিকশার লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে। এ সুযোগে পুলিশ প্রতিনিয়ত হয়রানি করছে। এসব অনিয়মের প্রতিবাদে আমরা ধর্মঘটে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।’

ইএ