মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে যশোরে আলোক প্রজ্বলন

যশোরে আলোক প্রজ্বলন
যশোরে আলোক প্রজ্বলন | ছবি: এখন টিভি
0

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আলোক প্রজ্বলন ও শোকযাত্রা করেছে যশোরের যুব ও সাংস্কৃতিক ফোরাম। আজ (রোববার, ২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শহিদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রশিক্ষণরত যুদ্ধবিমানের আগুনে পুড়ে নিহত স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পাইলটের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করে আলোক প্রজ্বলন করা হয়।

আয়োজকরা জানান, বিমানবন্দর এলাকার পাশে দিয়াবাড়িতে বিদ্যালয় স্থাপনে সরকারের আপত্তি থাকা সত্ত্বেও যারা মাইলস্টোন স্কুল ওখানে প্রতিষ্ঠা করেছেন, নির্মম এ হত্যার দায় তাদেরকেও নিতে হবে।

আলোক প্রজ্বলনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, অধ্যাপক সুরাইয়া শরীফ, নারী নেত্রী কামরম্নন্নাহার কণা, প্রাইডের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাস, যুব ও সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক আলমগীর কবীর, আইইডির উন্নয়ন কর্মকর্তা কিশোর কুমার কাজলসহ অন্যান্যরা।

এসএস