১৬ ঘণ্টা পরও সন্ধান মেলেনি টঙ্গীতে ম্যানহোলে পড়ে যাওয়া নারীর

উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন
উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন | ছবি: এখন টিভি
1

প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও গাজীপুরের টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। গতকাল (রোববার, ২৭ জুলাই) রাত অনুমান ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ওই নারী। এদিকে আজ (সোমবার, ২৮ জুলাই) সকাল ৮টা থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন। তবে উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তাদের সরিয়ে দিতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন।

স্থানীয়রা জানান, ম্যানহোলটি দীর্ঘ দিন ধরে ঢাকনাবিহীন থাকলেও এটি সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। হাসপাতাল, সিটি করপোরেশন ও সড়ক বিভাগের গাফিলতির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম বলেন, ‘ঘটনার পর উদ্ধারকারী ১৫ সদস্যের দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ওই নারীর সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভরপুর হয়ে গেছে।’

আরও পড়ুন:

সিটি করপোরেশনের সহায়তায় ড্রেনের ঢাকনা পর্যায়ক্রমে উঠিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তারা।

তবে এ ঘটনায় সিটি করপোরেশনের দায় নেই দাবি করে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের পাশে ড্রেন নির্মাণ করেছে বিআরটি প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ। তারাই এটির রক্ষণাবেক্ষণ করবে। প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এখনও সিটি করপোরেশনের নিকট হস্তান্তর করা হয়নি।

এসএস