সংশ্লিষ্টরা জানান, গত ২৬ জুলাই গোদাগাড়ীতে রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা।
এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বেলা ১১টায় দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে আলোচনার কথা রয়েছে। এতে সমাধান হতে পারে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।