তিন দিন ধরে বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল

চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল
চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল | ছবি: সংগৃহীত
0

দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তিন দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। রোববার (২৭ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, গত ২৬ জুলাই গোদাগাড়ীতে রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা।

এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বেলা ১১টায় দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে আলোচনার কথা রয়েছে। এতে সমাধান হতে পারে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

এসএস