আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আবু সাঈদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আবু সাঈদ | ছবি: এখন টিভি
0

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামীকাল (বুধবার, ৩০ জুলাই) পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২।

ওই দিন পলাতক আসামিদের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্সের বক্তব্য শুনবেন আদালত। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) আসামি সাবেক প্রক্টর শরিফুলসহ আটক আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবীরা। এই মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদন করেন তারা।

এর আগে সকালে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেনসহ ৬ আসামিকে ট্রাইবুনালে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ, পুলিশ মিলে আবু সাঈদকে হত্যা করে মূল ঘটনা আড়াল করতে বারবার সুরতহাল রিপোর্ট পরিবর্তন করা হয়।

মামলায় অভিযোগ গঠনের অনুমতি দেবেন ট্রাইবুনাল-আশা রাষ্ট্রপক্ষের। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

সেজু