টাঙ্গাইলে ‘পাগলা কুকুরের’ কামড়ে আহত ২৫

চিকিৎসা নিচ্ছেন কুকুরের কামড়ে আহতরা
চিকিৎসা নিচ্ছেন কুকুরের কামড়ে আহতরা | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি পাগলা কুকুরের এলোপাতাড়ি কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে চার বছর বয়সী রায়হান নামের এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ (বুধবার, ৩০ জুলাই) সকালে ধনবাড়ীর বিলাশপুর, হারিনাতেলী এবং নল্যা মাধববাড়ী এলাকায় কুকুরটি হঠাৎ করে একের পর এক পথচারী ও স্থানীয়দের কামড়াতে শুরু করে। এতে শিশু, নারী ও পুরুষসহ ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে ১০ জন শিশু, ১১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। অধিকাংশ ভুক্তভোগী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইএ