আজ (বুধবার, ৩০ জুলাই) সকালে ধনবাড়ীর বিলাশপুর, হারিনাতেলী এবং নল্যা মাধববাড়ী এলাকায় কুকুরটি হঠাৎ করে একের পর এক পথচারী ও স্থানীয়দের কামড়াতে শুরু করে। এতে শিশু, নারী ও পুরুষসহ ২৫ জন আহত হন।
আহতদের মধ্যে ১০ জন শিশু, ১১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। অধিকাংশ ভুক্তভোগী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।