আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণ-মিছিল পূর্ব সমাবেশে একথা বলেন তিনি।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি উল্লাপাড়া কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
জুলাই বিপ্লবের শহিদদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের দাবি জানিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে। এক মাসের আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র-জনতা শহিদ হয়েছে। এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। ছাত্রদের ডাকা এ আন্দোলনে রাজনৈতিকদলসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিল।’
সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা শাহিনুর আলম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সেক্রেটারি খায়রুল ইসলাম ও সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ।