প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিষয়ের বর্ষপূর্তি হয়েছে। পৃথিবীর অন্যতম নিষ্ঠুরতম শাসক ছিল শেখ হাসিনা। বহু মানুষকে খুন করেছে, গুম করেছে, হাজার হাজার বহু কোটি ডলার পাচার করেছে। একাত্তরের গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। জনগণের সামর্থ্য নিয়ে সরকার গঠন করবে তারেক রহমানের দল বিএনপি।‘ পাশাপাশি নেতাকর্মীদের দুর্নীতি থাকারও পরামর্শ দেন তিনি।
বিজয় সমাবেশ শেষে রাজশাহী জেলা ও মহানগরের বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। র্যালিটি সাহেববাজার হয়ে সোনাদীঘি মোড়ে এসে শেষ হয়।