বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান
নাশকতার মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বন্দরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উক্ত মামলায় তার বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩, ৩০৭, ৩২৩, ৩২৫, ৩২৬ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে কামাল হোসেনকে বুধবার (৬ আগস্ট) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

এ বিষয়ে আদালত পরিদর্শক কাইউম খান জানান, বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এএইচ