আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) বগাখালী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি সদস্যরা অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশকারী মন চন্দ্র চাকমাকে আটক করে।
আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা এবং চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিজিবি জানায়, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজ বিকেলে কাপ্তাই ব্যাটালিয়নের সদর দপ্তর ওয়াগ্গাছড়ায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’ এসময় মেজর মোহাম্মদ লতিফুল বারীসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।