জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণীয় করে রাখতে এ উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করার কথা জানান আদিলুর রহমান খান।
তিনি বলেন, ‘জুলাই শহিদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদেরকে সারাজীবন মনে রাখতে হবে।’
এসময় জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২২ সালে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নগরীর জাতিসংঘ পার্কটির আধুনিকায়নে প্রকল্প হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর।
পরবর্তীতে চলতি বছরের ৩ জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে পার্কটির নামকরণ করা হয় ‘জুলাই স্মৃতি উদ্যান’।