চব্বিশের ৫ আগস্ট যে ঘটনা ঘটেছিল এটা অবধারিত ছিল: মনির হায়দার

কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার
কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার | ছবি: এখন টিভি
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বলেছেন, ২৪ সালের ৫ আগস্ট যে ঘটনা ঘটেছিল এটা অবধারিত ছিল, এটার কোন বিকল্প ছিল না। তিনি বলেন, ‘এটা ঘটবার জন্য যা যা করার তার ষোল কলা পূর্ণ করেছিল বিগত শাসক স্বৈরাচার শেখ হাসিনা।’

আজ (শুক্রবার, ৮ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অভ্যুত্থান পরবর্তী মেহেরপুরে আজ এবং আগামী শীর্ষক সুধীজন সভায় একথা বলেন তিনি।

সুধীজন সবাই মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সুধীজন সভায় মেহেরপুর জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সেজু