মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
আরও পড়ুন:
তারা বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার আহবান জানানো হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ খান হাসানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সিনিয়র সাংবাদিক ফেরদৌস রবিন, আব্দুল কুদ্দুস, বাবু ইসলাম, হেলাল আহমেদসহ সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা।