চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয়

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফলক
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফলক | ছবি: এখন টিভি
0

প্রায় ১১ মাস পর চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সংগঠনটির দুই বছর মেয়াদি কমিটির তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়।

পরিচালক পদে মোট ২৪ ক্যাটাগরিতে ১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক।

আরও পড়ুন:

১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৫ আগস্টের পর বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করেন চেম্বারের ২৪ জন পরিচালক। এরপর থেকে প্রশাসক নিয়োগ করে রুটিন কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম চেম্বার।

এসএইচ