শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোনো আবাসিক হল, খেলার মাঠ।
তারা আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। অতিদ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা।
এদিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী বলেন, ‘সকাল ৯টার দিকে উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে।’
তিনি আরও জানান, ‘এ রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি ট্রেন আপ-ডাউন ট্রেন চলাচল করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টা ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।’