শাবিপ্রবি ছাত্রাবাস এলাকায় ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষক খুন

ছুড়িকাঘাত
ছুড়িকাঘাত | ছবি: প্রতীকি
0

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রাবাস সংলগ্ন বড়গুল এলাকায় ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষক খুন হয়েছেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় মাদরাসায় যাওয়ার পথে মাওলানা জুবায়ের আহমেদ নামের ঐ শিক্ষকের ওপর হামলা চালায় নিকট আত্মীয় নয়ন আহমেদ। তারা এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন জুবায়ের।

মুমূর্ষু অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাদরাসা শিক্ষকের পরিবার ও সহকর্মীরা জানান, বাকবিতণ্ডার জেরে মাওলানা জুবায়েরকে নির্মমভাবে খুন করে ঘাতক নয়ন। অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান পরিবারের সদস্যরা।

এদিকে জালালাবাদ থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

এএইচ