ফেরত বাংলাদেশিরা হলেন খুলনা জেলার সদর থানার দক্ষিণ টুটপাড়া এলাকার। তারা একই পরিবারের সদস্য।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করে ২০২০ সাল থেকে কেরেলা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন মুরাদ মোড়ল।
পরে দেশে ফেরার পথে মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতের বালুপাড়া এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মুরাদ মোড়ল, তার স্ত্রীসহ তিন সন্তানকে আটক করে বিএসএফ। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হলে আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, তাদের গ্রহণের পর প্রক্রিয়াগতভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের তাদের নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে।