ঝালকাঠিতে সাবেক যুবদল নেতা মিজান ফরাজির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঝালকাঠিতে বিক্ষোভ
ঝালকাঠিতে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

ঝালকাঠিতে সাবেক যুবদল নেতা মিজানুর রহমান ফরাজির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) সন্ধ্যায় নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যায় সদর চৌমাথা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পথে পথে মিছিলে অংশগ্রহণকারীরা ‘হামলাকারীদের বিচার চাই’, ‘দুর্নীতিবাজ প্রশাসকের অপসারণ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শহরের প্রধান সড়ক ঘুরে মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা খোকন মল্লিকসহ আরও অনেকে বক্তব্য দেন। বক্তারা জানান, যুবদল নেতা মিজানুর রহমান ফরাজির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। পৌরসভার ময়লা অপসারণ করার কথা বলা হলে সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার জন্য দায়ীদের অপসারণ এবং পৌর প্রশাসক কাওছার হোসেনের অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবি জানান। পাশাপাশি তদন্তে প্রমাণিত হলে তার অপসারণেরও দাবি তোলেন।

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পৌর প্রশাসক কাওছার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এসব বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, গত বুধবার (৬ আগস্ট) দুপুরে শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে মিজানুর রহমান ফরাজির ওপর হামলার ঘটনা ঘটে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের একটি দল তাকে মারধর করে গুরুতর আহত করে। হামলায় আহত মিজান ফরাজি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসএস