বিপৎসীমার ওপরে তিস্তার পানি প্রবাহ; পানিবন্দি ১০ হাজার পরিবার

তিস্তা ব্যারেজে পানিপ্রবাহ
তিস্তা ব্যারেজে পানিপ্রবাহ | ছবি: এখন টিভি
0

লাগাতার বৃষ্টি এবং উজানের দেশ ভারতের ঢলের পানির তোপে পানি বেড়েছে তিস্তা নদীতে। তিস্তা নদীর লালমনিরহাট অংশে আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত পানির প্রবাহ ছিল বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে আর সকাল ৯টা পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টেও পানির প্রবাহ হচ্ছে বিপৎসীমার উপরে রয়েছে।

এ কারণে তিস্তা তীরবর্তী জেলা লালমনিরহাটের ২০টি গ্রামের অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

পানিতে তলিয়ে গেছে গ্রামীণ কাঁচা-পাকা সড়ক, ফসলের মাঠ সবজির ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, ডাউয়াবাড়ী, পাটিকাপাড়া, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, আদিতমারী উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ২০টি গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে।

এসব এলাকার ১০ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় আছেন। তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এসএস