বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা থেকে শরীয়তপুরের পোড়াগাছায় পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের সাত সদস্য পৌঁছায়। এরপর পুলিশের উদ্ধার করা বোমগুলো একে একে গাড়িতে উঠানো হয়। এরপর নিয়ে যাওয়া হয় মোক্তারের চর ইউনিয়নের মহিষখোলা উচ্চ বিদ্যালয় মাঠে।
বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, ‘৬০টি বোমাই ধ্বংস করা হয়েছে। বোমাগুলো হাতে তৈরি এবং এগুলো সম্প্রতি বানানো হয়েছে। প্রতিটি বোমার মধ্যে মার্বেল ও ছোট ছোট পেরেক ছিল। হাত বোমাগুলো ছোট হলেও অনেকটাই শক্তিশালী।’
আরও পড়ুন:
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, ‘দেশের কয়েকটি জেলায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা রয়েছে। তালিকায় শরীয়তপুর থাকায় পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট ওগুলো ধ্বংস করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যেই এসব বোমা তৈরি করা হতে পারে।’
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় শরীয়তপুরের নড়িয়ার মোক্তারের চর পোড়াগাছা এলাকায় পাঁচ বালতি ভর্তি হাত বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যেই এসব বোমা বানানো হয়ে থাকতে পারে। তবে ঘটনা এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, হয়নি কোনো আটকও।