‘পাহাড়ে পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের ঠাঁই বিএনপিতে হবে না’

বান্দরবানে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী
বান্দরবানে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী | ছবি: এখন টিভি
1

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের কোনো ঠাঁই বিএনপিতে হবে না বলে জানিয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজা। গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে আলীকদম বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ কর্মসূচি পাহাড়ি বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে।

মো. জাবেদ রেজা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হচ্ছে বান্দরবান। এ অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠী এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি কালচার ভাষাগুলো হলো বাংলাদেশের সম্পদ। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের কোনো ঠাঁই বিএনপিতে হবে না। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।’

এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাশুক আহমেদ, বিএনপি নেতা সেলিম রেজা, আইয়ুব খান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, মো. মনসুর আলম, জয়নাল আবেদীনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন:

এদিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে চারটি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। পরে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার নেতৃত্বে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আলীকদম বাজারে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় মো. জাবেদ রেজা বলেন, ‘নতুন সদস্য এবং সদস্য নবায়ন, এটি সঠিকভাবে করবেন। এতে আপনার দল সঠিকভাবে চলবে। তবে সুযোগসন্ধানী ফ্যাসিস্টদের সুযোগ দেয়া যাবে না। বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কোনো সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেয়া হবে না।’

নতুন সদস্য সংগ্রহ ও নবায়নে অনুষ্ঠান স্থানটি পরিণত হয়েছিল পাহাড়ি বাঙালির মিলনমেলায়।

এসএস