ব্রাহ্মণবাড়িয়ায় দুই ওসির প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তারের ঘুষ বাণিজ্য ও যাত্রী হয়রানি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং দুই ওসির প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আখাউড়া উপজেলা সদরের পৌর মুক্তমঞ্চের সামনে সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

এর আগে ইমিগ্রেশন পুলিশের ওসিসহ তিন পুলিশ সদস্যের ঘুষ বাণিজ্য এবং যাত্রী হয়রানি নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত ১২ আগস্ট দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সাত্তার।

আরও পড়ুন

আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রহমান কাশগরি, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আসিফ নেওয়াজ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন আখাউড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।

এ সময় বক্তারা বলেন, ঘুষ বাণিজ্য এবং যাত্রী হয়রানির ঘটনা তদন্তের বদলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে লিখিতভাবে সেটির প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রেস কাউন্সিলে অভিযোগ জানানোর সুযোগ ছিল। কিন্তু ওসি সাত্তার কারও দ্বারা প্ররোচিত হয়ে দুই পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

তারা বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহারসহ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সাত্তার এবং আখাউড়া থানার ওসি ছমিউদ্দিনকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বক্তারা।

সেজু