ভোলাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা পাথর উদ্ধার

সিলেট থেকে উদ্ধার লুট হওয়া সাদা পাথর
সিলেট থেকে উদ্ধার লুট হওয়া সাদা পাথর | ছবি: এখন টিভি
0

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর উদ্ধারে ক্রাশার মিলসহ বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) ভোলাগঞ্জের কলাবাড়ি গ্রামে পরিচালিত অভিযানে মাটির নিচে পুতে রাখা পাথর উদ্ধার করা হয় এবং পাথরবাহী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

সাদাপাথরে সীমাহীন পাথর লুটপাটের পর তা জব্দ করে স্থাপন— এ নিয়ে সারা দেশে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। এর মধ্যেই এবার মিললো বালু দিয়ে চাপা দেয়া সাদা পাথরের সন্ধান। 

অভিনব কায়দায় লুকিয়ে রাখা এ পাথরের সন্ধান পায় যৌথবাহিনী। পরে আজ সকাল থেকে শুরু হয় অভিযান, মাটি খুঁড়তেই বের হয়ে আসে সাদা পাথর।

আরও পড়ুন:

স্থানীয়রা বলছেন, পাথর লুটের সঙ্গে জড়িত যে-ই হোক, তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে নির্দোষ কারো ভাগ্যে যেন শাস্তির খড়্গ নেমে না আসে সে দাবিও জানান তারা।

এছাড়া সিলেট-ভোলাগঞ্জ সড়কে অভিযান চালিয়ে জব্দ করা হয় শতাধিক পাথর বোঝাই ট্রাক। প্রশাসন বলছে, লুট হওয়া পাথর উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়া ক্রাশার মিলগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কর্মকর্তারা। 

এদিকে উদ্ধার হওয়া পাথর আজও পুনঃস্থাপন করা হচ্ছে ভোলাগঞ্জের সাদাপাথরে।

এসএইচ