জানা যায়, মামলা মোকদ্দমা ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে বাহেরচর গ্রামের তোফাজ্জল, রহিম (পিতা করিম) ও জাকারিয়ার নেতৃত্বাধীন গ্রুপ এবং কাকাইলমোড়া গ্রামের জসিম উদ্দিন (৫৩), মনির (৩৬), মঞ্জুর হোসেনের (৪০) নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় কাকাইলমোড়া গ্রামের জসিম উদ্দিন (৫৩), মো. মনির (৩৬), রনি (৩০), ফজলুল করিম (৪৮), মো. মঞ্জুর হোসেন (৪০), সালমান খান ফামিন (১৫) ও মীম (১৬) গুরুতর আহত হন। এছাড়া উভয় গ্রামের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আড়াইহাজারে গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ১০ জন আহত হয়। তাদের মধ্যে দুজনকে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।