ফরিদপুরে মৎস্য আড়তে অভিযান, লাখ টাকা জরিমানা

মৎস্য আড়তে অভিযান
মৎস্য আড়তে অভিযান | ছবি: এখন টিভি
0

ফরিদপুরে মৎস্য আড়তে যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় ‘মা-গঙ্গা মৎস্য আড়ত’-নামের একটি আড়তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেছেন। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার হেলিপোর্ট বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই প্রতিনিধি, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা স্যানিটারি ইনস্পেক্টর এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল এ যৌথ অভিযানের নেতৃত্ব দেয়।

অভিযানে হেলিপোর্ট বাজারে অবস্থিত ‘মা-গঙ্গা মৎস্য আড়ত’ নামক প্রতিষ্ঠানের ৪টি ফ্রিজে বিক্রির জন্য রাখা পঁচা ও নিম্নমানের মাছ পাওয়া যায়।

এছাড়া ফ্রিজের অভ্যন্তরে মাছি, তেলাপোকাসহ অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ পরিলক্ষিত হয় এবং মাছের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

তাৎক্ষণিকভাবে পঁচা মাছগুলো জব্দ ও ধ্বংস করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম ও তন্ময় ইসলাম। এছাড়াও হেলিপোর্ট বাজারের বিভিন্ন দোকানে ওজন পরিমাপ, লাইসেন্স ও মূল্যতালিকা পরিদর্শন করা হয়।

এএইচ