পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সকালে মুখোশ পরা চারজন যুবক বাড়িতে প্রবেশ করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে দুইজনকে বারবার গুলি ছুড়তে দেখা যায়। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং বাড়ির ভেতরের লোকজন দৌঁড়ে পালিয়ে যান।
হাটহাজারি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘চাঁদা দাবির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুলি চালানোর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’