লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান। অভিযানে ভেঙ্গে ফেলা হয় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা মার্কেট, পাকা ভবন। গুড়িয়ে দেয়া হয় ভাসমান ব্যবসা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের দুই শতাধিক স্থাপনা। দখলমুক্ত করা হয় ফুটপাত ও চলাচলের রাস্তা।
সংশ্লিষ্টরা মনে করেছেন এ উচ্ছেদ অভিযানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সৃষ্ট যানজট এবং জনভোগান্তি কমবে। অভিযানের পর পুনরায় যেন দখলদাররা দখল করতে না পারে সেদিকে নজর রাখবে প্রশাসন।
আরও পড়ুন:
সড়ক বিভাগ জানায়, উচ্ছেদ অভিযানে ভেঙে গুড়িয়ে দেয়া হয় মহাসড়কের বিজরা বাজারে দুই শতাধিক স্থাপনা এবং মুদাফ্ফরগঞ্জ বাজারের দেড় শতাধিক স্থাপনা। ভেঙ্গে ফেলা স্থাপনাগুলো দীর্ঘদিন যাবত সড়কের জায়গা দখল করে যানজট এবং জনভোগান্তি তৈরি করে আসছে।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান ও লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।