পাবনা-১ আসন: বেড়া উপজেলা বাসিন্দাদের বিক্ষোভ, সীমানা পুনর্বহালের দাবি

পাবনায় মানববন্ধন
পাবনায় মানববন্ধন | ছবি: সংগৃহীত
1

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেয়ার প্রতিবাদে ও আগের সীমানা পুনর্বহালের দাবিতে পাবনার বেড়া উপজেলা প্রশাসন কার্যালয় ও উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন এলাকাবাসী।

আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বেড়া উপজেলার এলাকাবাসী উপজেলা কার্যালয়ে উপস্থিত হন। এসময় সীমানা পুনর্বহালের দাবিতে উপজেলার মূল ফটকে অবস্থান নিয়ে শ্লোগান দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা।

আরও পড়ুন:

আন্দোলনকারীরা জানান, সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার পৌরসভা ও চারটি বিন্যাস ছিল পাবনা-১ আসনের। সম্প্রতি আসনটি ভেঙে ৩ লাখ ২৩ হাজার ভোটারের সাঁথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়। পাশাপাশি বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা-২ আসনের সুজানগর উপজেলার সঙ্গে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

এসময় বিক্ষোভকারী আরও জানায়, এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার শান্তিপূর্ণ দাবিতে সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন বেড়ার মানুষ।

এফএস