প্রতিমা বিসর্জ্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

প্রতিমা বিসর্জ্জনের সময়
প্রতিমা বিসর্জ্জনের সময় | ছবি: এখন টিভি
0

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জ্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়-প্রতিমা বিসর্জ্জনের জন্য রনিসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিল। নদীটি মান্দা ও মহাদেবপুর উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।

আরও পড়ুন:

তাকে উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস। দেড় ঘণ্টায় কোন সন্ধান মিলেনি। ঘটনার পর আনন্দ বিষাদের পরিণত হয়েছে নিখোঁজে পরিবারে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, নিখোঁজের সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।

সেজু