শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল; ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে বলে জানা গেছে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিকল ইঞ্জিন উদ্ধার শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্রেনের যাত্রীরা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। বিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয় এবং ট্রেনের গতি কমতে থাকে। এসময় ইঞ্জিনের মবিল যাত্রীদের গায়ে ছিটকে পড়তে থাকলে, তারা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যান।

আরও পড়ুন:

খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন বলেও জানান তারা।

শ্রীপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠাতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানা যায়।

ইঞ্জিন বিকলের এ ঘটনায় আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন আটকে আছে।

এসএইচ