সুনামগঞ্জে রাতের অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই

সজিব হোসেন
সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড | ছবি: এখন টিভি
1

সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাতের আঁধারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) রাতে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আবলি মিয়ার বসত ঘরের বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:

তবে ভুক্তভোগীরা দাবি করেন, এ অগ্নিকাণ্ডে গ্রামের ৭টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা, গহনাসহ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

বীরগাঁও গ্রামের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ বলেন, ‘এ অগ্নিকাণ্ডে বীরগাঁও গ্রামের সাতটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে সবাই ধরণা করছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।’

এসএইচ