রংপুর অঞ্চলে ৪৮ আসামিসহ ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

বিজিবির সংবাদ সম্মেলন
বিজিবির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন ব্যাটালিয়নগুলো গেল এক মাসে ৪৮ আসামিসহ প্রায় চার কোটি টাকার অধিক মূল্যের মাদক ও চোরাচালান মালামাল জব্দ করেছে বিজিবি। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কুঠিবাড়ি ৪২-বিজিবি অডিটোরিয়ামে সেক্টর কমান্ডারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল ফয়সল হাসান।

এসময় প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার। আরও উপস্থিত ছিলেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রংপুর রিজিয়নের আওতায় এক হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে এসব সীমান্ত এলাকায়। গেল এক মাসে বিজিবির সদস্যরা এসব সীমান্ত এলাকা থেকে ৯৬৬ বোতল ফেনসিডিল, এক হাজার বোতল বিদেশি মদ, তিন হাজার ৪৬৯ পিস ইয়াবা, ২২৮ কেজি গাঁজা, দুই হাজার ৫১ পিস নেশা জাতীয় সিরাপ, আট হাজার ৫৯০ পিস মেটাডক্সিন ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৭ হাজার ৯৬৭ পিস ও ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন পাঁচ হাজার ৭৪৩ পিস জব্দ করে।

এছাড়া পুরুষ, নারী ও শিশু পাচারকারী চক্রের ভারতীয় একজন নাগরিক আটকসহ পাঁচজন পুরুষ, তিনজন ও দুইজন শিশু উদ্ধার করে আইনের আওতায় আনা হয়েছে। ছয় রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি ওয়ান শুটারগান ও ২.৩ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

আটক করা চোরাচালানী মালামালের মধ্য রয়েছে ভারতীয় প্রসাধনী সামগ্রী ১০ হাজার ২৬০ পিস, বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ সামগ্রী ছয় হাজার ৮৭৭ পিস, খাবার সামগ্রী এক হাজার ৯০৩টি, ভারতীয় শাড়ী ৯১ পিস, লেহেঙ্গা দুই পিস, প্যান্টের কাপড় চার পিস, কম্বল ৮২ পিস, ৯০ পিস শাল চাদর।

এছাড়া ৬৯৪ কেজি জিরা, ৭৬০ কেজি ধানের বীজ, ১৫৪ কেজি চিনি, এক হাজার ৭৭৫ কেজি পেঁয়াজ, ১০১ কেজি আপেল, একটি ট্রাক, তিনটি ইজিবাইক, ইঞ্জিন চালিত ছয়টি নৌকা, ২৫টি মোটরসাইকেল, ১৫টি বাইসাইকেল, ৬৬টি মোবাইল জব্দ করেছে বিজিবি। ভারতীয় ১১৫টি গরু, ১৩টি মহিষ এবং দুইটি ছাগলও জব্দ করা হয়েছে।

ইলিশ ধরা ও পাচার রোধ, জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবি টহল জোরদার অব্যাহত রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে বিজিবি-বিএসএফ পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এ রিজিয়নের আওতায় নতুন করে আরও ছয়টি বিওপি স্থাপন করা হয়েছে। সীমান্তের দায়িত্বের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি তারই ধারাবাহিকতায় গেলো ২৯ নভেম্বর বিরল সীমান্ত এলাকায় ৩০০ জনের মাঝে শীত বস্ত্র (কম্বল) ও ১০০ শিশুকে শীতের পোশাক দেয়া হয়।

এছাড়াও ৫০০ জন নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়। সীমান্তে জনসচেতনতা তৈরি করতে এক মাসে দুই হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি।

এসএস