৩২ ঘণ্টা পর রাজশাহীতে গর্তে পড়া নিখোঁজ শিশু উদ্ধার

রাজশাহীতে গর্তে পড়া নিখোঁজ শিশু উদ্ধার
রাজশাহীতে গর্তে পড়া নিখোঁজ শিশু উদ্ধার | ছবি: এখন টিভি
1

রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে টানা ৩২ ঘণ্টা নিখোঁজ থাকা শিশু সাজিদকে খুঁজে পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে তাকে মাটির নিচে অন্তত ৪৫ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পরই ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে। উদ্ধারের পর শিশুটিকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ‘শিশুটিকে উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। আমরা বিস্তারিত পরে জানাবো।’

আরও পড়ুন:

তিনি জানান, এর আগে রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকারী দল বালতি নিয়ে গর্তের গভীরে নামে। প্রায় ৪৫ ফুট মাটির গভীর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান তাৎক্ষণিক বক্তব্যে জানান, রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়া শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়।

এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। দীর্ঘ ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এসএস