অপারেশন ডেভিল: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১

আটককৃত একজন ব্যক্তি
আটককৃত একজন ব্যক্তি | ছবি: সংগৃহীত
2

ভোলায় কোস্ট গার্ড বেইস ভোলার ‘অপারেশন ডেভিল’ অভিযানে একজনকে আটক করা হয়েছে। গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় ভোলা সদর থানাধীন ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া উইং জানায়, অভিযানে ওই এলাকার মোশারফ হোসেন (৬০) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মোশারফ হোসেন নিষিদ্ধ মৎস্যজীবী লীগের টাস্কফোর্স প্রতিনিধি।

আরও পড়ুন:

পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়। সেই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।

এফএস