এর আগে, কুয়াশার ঘনত্বের কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রবিবার রাত ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। রাত ১১টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ডিজিএম আব্দুস সালাম জানান, নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ১১টা ৪০মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ফেরি প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলোকে ছোট বড় মোট ১০টি ফেরি দিয়ে পাড় করা হয়।





