টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত

ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্স, হুজাইফা আফনান
ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্স, হুজাইফা আফনান | ছবি: এখন টিভি
0

টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হুজাইফাকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চমেক চিকিৎসকরা জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের থেকে ভালো। তবুও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড।

আরও পড়ুন:

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে টেকনাফে সীমান্তের হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ হয় ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনান। তার অবস্থা আশংকাজনক। তার মাথায় রয়ে গেছে এখনো গুলি।

ইএ