মানিকগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের একটি সেতুর নিচ থেকে বেলা ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক স্থানীয় নারী সেতুর নিচে খালের মধ্যে কচুরিপানার ভেতর মানুষের অবয়ব দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন।

পরে স্থানীয়রা নিশ্চিত হন যে সেটি একটি মানুষের লাশ। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে শান্তিপুর তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

স্থানীয় ইউপি সদস্য সেলিম জানান, গত প্রায় তিন মাস ধরে ওই ব্যক্তি সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ছিলেন।

স্থানীয়রা আরও জানান, ওই ব্যক্তি প্রায়ই খাল, বিল ও নদীর পানিতে নেমে থাকতেন। ধারণা করা হচ্ছে, তীব্র শীতের মধ্যে পানিতে নামার পর আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয়েছে।

শান্তিপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরবিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এএইচ