‘বাংলাদেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে’

সুলতান সালাউদ্দিন টুকু
সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘এদেশ আমাদের সকলের। এ দেশের ভালোমন্দ দেখার দায়িত্ব আমাদের সবার রয়েছে। তাই বলতে চাই, এ মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানের বিকল্প কেউ নেই।’

টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি সভা কক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, ‘আল্লাহর রহমত ও ভোটারের ভোটে নির্বাচিত হলে সবাইকে নিয়ে টাঙ্গাইলের উন্নয়ন করবো। শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে নাগরিকের অধিকার নিশ্চিত হবে। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বলেছেন, এক কোটি বেকারের কর্মসংস্থানের নিশ্চিত করা হবে পাশাপাশি যমুনা ভাঙনরোধে চরাঞ্চলে বেড়িবাঁধ করা হবে। সঙ্গে মাহমুদ নগরে ব্রিজ নির্মাণ করা হবে।’

আরও পড়ুন:

টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। সভাপতি মামুনুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এএম