ক্রিকেটে ভারতের আধিপত্য দেখানোর চেষ্টা নতুন নয়। মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তানের স্নায়ু যুদ্ধ চলছে যুগেরও বেশি সময় ধরে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় রাজনীতির সূচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার ভারতের রাজনৈতিক আগ্রাসনের বলি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে। পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটারের ভিসা দেয়নি ভারত।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মূল দলে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলি খান। ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী এই পেসার নিশ্চিত করেছেন, ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য তার ভিসার আবেদন বাতিল করা হয়েছে। শুধু তাই না শোনা যাচ্ছে স্কোয়াডে থাকা বাকি পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারদের ভিসাও দেবে না ভারত।
আরও পড়ুন:
এ খবরের পরই নতুন করে আলোচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের পর বিশ্বকাপ নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র ক্রিকেট দলও। তবে এখন পর্যন্ত দেশটির ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার শোইব বশিরকে ভিসা দেয়নি ভারত। যা নিয়ে ক্রিকেটপাড়ায় হয়েছিল তুমুল আলোচনা। ইংলিশ ক্রিকেটার বেন স্টোক এ বিষয়টি নিয়ে ভারতকে সাফ জানিয়েছিলেন, বশিরকে ভিসা না দেয়া হলে ইংল্যান্ড দল ভারত দল সফর করবে না। এ বিষয়ে ভারতের কঠোর সমালোচনা করেছিল যুক্তরাজ্য সরকার। এরপর অবশ্য সেই ক্রিকেটারকে ভিসা দেয় ভারত।
যুক্তরাষ্ট্র তাদের ভিসা জটিলতা নিয়ে আইসিসি বা ভারতকে কিছু না বললেও মোস্তাফিজ ইস্যুতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ। আইসিসিকে ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যদিও সিদ্ধান্তের বিপরীতে আইসিসি প্রাথমিকভাবে তাদের মতামত জানিয়েছিল। সেখানে তারা ভারতেই বাংলাদেশকে খেলতে হবে এমন নির্দেশনাও দিয়েছিল।
এ নিয়ে আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে মিটিংয়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশকিছু কর্মকর্তা। আলোচনায় বোর্ড কর্তারা আইসিসিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। যদিও পুনরায় বিসিবিকে ভারতে খেলতে যাওয়ার বিষয়টি ভাবার জন্য সময় দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
তবে এতে কোনো লাভ হবে না বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাড়াতাড়ি এ জটিলতার সমাধান আশা করছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে ভারতে নয় শ্রীলঙ্কাতেই টাইগারদের খেলা আয়োজন করবে আইসিসি।





